শক্তিশালী ইঞ্জিনে এলো পালসার এনএস ১৬০

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০২০, ১০:৩৭

ভারত স্ট্যান্ডার্ড সিক্স (বিএস৬) ভার্সনে এলো বাজাজ পালসার এনএস ১৬০। নতুন ভার্সনের ইঞ্জিনে ১৭ বিএইচপি শক্তি পাওয়া যাবে। বিএস৪ মডেলের পালসারে ১৫.৫ বিএইচপি শক্তি পাওয়া যেতো। তবে ইঞ্জিনের সিসি আগের মতোই ১৬০.৩সিসিই রয়েছে।

১.৫ বিএইচপি বেশি শক্তির কারণে এই মুহূর্তে ১৬০ সিসি সেগমেন্টে সবথেকে শক্তিশালী মোটরসাইকেল এনএস ১৬০। ফলে সুজুকি জিক্সার ১৫৫, টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ভার্সন ফোর, ইয়ামাহা এফজেড-এস ও হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর এর থেকে বেশি শক্তি পাওয়া যাবে।

নতুন ভার্সনে ১.৫ বিএইচপি শক্তি বাড়ানো ছাড়া আর কোনো পরিবর্তন আসেনি।

(ঢাকাটাইমস/১৬মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা