ফরিদপুরে করোনা সচেতনতায় আ.লীগের প্রচারাভিযান

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ মার্চ ২০২০, ১১:৫১ | প্রকাশিত : ১৬ মার্চ ২০২০, ১১:১৬

বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস বিষয়ে অপপ্রচার রোধে জনসচেতনতামূলক প্রচারাভিযান করছে ফরিদপুর শহর আওয়ামী লীগ।

সোমবার সকাল ১০টার দিকে ফরিদপুর শহরের বদরদপুরে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, শহর রাখবো পরিষ্কার’ এই স্লোগানকে সামনে রেখে করোনাভাইরাস ও ডেঙ্গু বিষয়ে অপপ্রচার রোধে জনসচেতনতামূলক প্রচারাভিযান কর্মসূচি শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসময় তারা শহরের ২৭টি ওয়ার্ডকে পরিষ্কার রাখতে দলীয় নেতাকর্মীদের টিম গঠন করে দেন। পরে নেতারা শহরের বিভিন্ন স্থানে গিয়ে লিফলেট, মাস্ক বিতরণ করেন।

কর্মসূচিটি উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, নাজমুল ইসলাম খন্দকার লেভী, চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ।

প্রসঙ্গত, ফরিদপুর শহরে এখন পর্যন্ত ছয় ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :