চুয়াডাঙ্গায় আইসোলেশনে ইতালিফেরত যুবক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০২০, ১৭:৩৭

চুয়াডাঙ্গায় ইতালি ফেরত এক যুবককে আইসোলেশনে রাখা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। তিনি জেলার আলমডাঙ্গা উপজেলার থানাপাড়ার আশাদুল ইসলামের ছেলে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামীম কবির জানান, বিশ্বের মধ্যে এখন করোনা আক্রান্তদের সংখ্যা ইতালিতে সব চেয়ে বেশি। সেখানে মারা গেছে বহুসংখ্যক মানুষ। সেই ইতালি থেকে দেশে ফিরে ঠান্ডা, জ্বর ও কাশিতে সাব্বির আহমেদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ দ্রুত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদী জিয়াউদ্দীন সাঈদকে পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন। নির্দেশনা মোতাবেক তিনি ওই যুবককে হাসপাতালে আইসোলেশনে রাখার ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানায়, তার গোটা পরিবার ইতালি প্রবাসী। তার বাবা-মা গত দুই বছর আগে দেশে ফেরে। দীর্ঘ ২৬ বছর পর গত ১২ মার্চ সে দেশে ফেরে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন মারুফ হাসান জানান, ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষা করতে ঢাকা থেকে আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় আসার কথা রয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে যুবক করোনায় আক্রান্ত কিনা।

(ঢাকাটাইমস/১৬মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :