আলফাডাঙ্গায় করোনাভাইরাস প্রতিরোধে মতবিনিময়

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০২০, ২০:৪৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক মতবিনিময় সভা হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুর রহমান।

ইউএনও বলেন, সব সময় সাবান পানি দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা, হাঁচি কাশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা, ঠান্ডা, গলাব্যথা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।

তিনি বলেন, করোনাভাইরাস সম্পর্কে সার্বক্ষণিক যে কোনো তথ্য জানতে এবং জানাতে চালু করা হয়েছে হটলাইন। হাসপাতালে আইসোলেশন কক্ষ ও ওয়ার্ড ব্যবস্থা রাখা হয়েছে। বিদেশ ফেরতদের নিবন্ধন করা ও তাদের জন্য কোয়ারেন্টাইন স্থাপনা করে ১৪ দিন তাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

এছাড়াও করোনাভাইরাস সম্পর্কে গুজব না ছড়িয়ে সবাইকে সচেতন হয়ে চলারও পরামর্শ দেন তিনি।

(ঢাকাটাইমস/১৬মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :