সপ্তাহে দুই ঘণ্টা বেশি কাজ করার পরামর্শ বিচারপতির

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০২০, ২০:৫০

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের অনেক করণীয় আছে। এ উপলক্ষে মানুষের কল্যাণে আমরা সপ্তাহে দুই দিন এক ঘণ্টা করে বেশি কাজ করব। এটা আপনারাও করতে পারেন।’

গত রবিবার রাতে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনের সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বার ও ব্যাঞ্চের একটা সু-সম্পর্ক থাকা উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বার এবং ব্যঞ্চের সম্পর্ক হলো পাখির দুইটা ডানার মতো। পাখি যেমন একটি ডানা নিয়ে উড়তে পারে না তেমনি বেঞ্চও বারের সদস্যদের সহযোগিতা ছাড়া কোনো বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারে না।’

এ বিষয়ে তিনি বার ও বেঞ্চের সদষ্যদের অনুরোধ জানিয়ে বলেন, ‘আইনজীবীরা বিচারকদের সহযোগিতা করবেন, বিচারকরা আইনজীবীদের শ্রদ্ধা করবেন ও ভালোবাসবেন। আপনারা একে অপরকে মানলেই নিঃসন্দেহে মামলা দ্রুত সম্পন্ন হবে, মানুষ ন্যায়বিচার পাবে।’

জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) গোলাম ফানুক, জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিএম তারিকুল কবির, বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সহধর্মিনী সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবী শাহানাজ বাবরি, অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা, আব্দুল হালিম, তোজাম্মেল হক মঞ্জু, সারওয়ার হোসেন, আলতাফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক ফজলে আলম প্রমুখ।

সভা শেষে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারকে সম্মাননা স্মারক দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

(ঢাকাটাইমস/১৬মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :