মাদারীপুরে ২১২ জন হোম কোয়ারেন্টাইনে

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০২০, ২১:৩৫

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় বিদেশফেরত আরো ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ইতালিসহ বিভিন্ন দেশ থেকে আসা ২১২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া দু’জনকে ঢাকার আইসোলেশনে রাখা হয়েছে।

সোমবার দুপুরে মাদারীপুর জেলার সিভিল সার্জন শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য সহকারীদের গত এক মাসে ইতালিসহ বিভিন্ন দেশ থেকে আগত সকলের তথ্য সংগ্রহ করার নির্দেশ দেয়া হয়েছে। তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যারা হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করবে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এ নিয়ে আতঙ্কিত না হয়ে হাঁচি-কাঁশির নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন দিয়েছেন তিনি। এছাড়াও সকলকে প্রয়োজন ছাড়া জনসমাগম না করার অনুরোধ করেন তিনি।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে একশ শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়াও সদর হাসপাতালের পুরাতন ভবনের দু’টি কেবিনে চারটি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দু’টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :