কুষ্টিয়ায় বিদেশফেরত ২২ জন কোয়ারেন্টাইনে

প্রকাশ | ১৬ মার্চ ২০২০, ২২:৩৫

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলায় বিদেশফেরত ২২ জনকে করোনা সতর্কতায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলার ছয়টি উপজেলায় বিদেশফেরত ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সাবক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন জেলা করোনা নিয়ন্ত্রণ সেলের দায়িত্বরত মেডিকেল অফিসাররা। এখন পর্যন্ত তারা সবাই সুস্থ রয়েছেন। তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

(ঢাকাটাইমস/১৬মার্চ/কেএম/এলএ)