ইয়াবাসহ কলেজছাত্র আটক

প্রকাশ | ১৬ মার্চ ২০২০, ২২:৫৪

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়ার মিরপুরে থানা পুলিশের অভিযানে ৭৪০ ইয়াবাসহ আব্দুল্লাহ আল মামুন (২০) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল্লাহ আল মামুন রাজশাহী গোদাগাড়ী উপজেলার রামনগর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। মামুন ঝিনাহদহ পলিটেকনিক ইন্সটিটিউটের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদে মিরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মামুনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তিনটি প্যাকেটে ৭৪০ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/কেএম)