মাদারীপুরে ১২৯ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশ | ১৭ মার্চ ২০২০, ১৪:০৭ | আপডেট: ১৭ মার্চ ২০২০, ১৪:৪৫

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুরে করোনাভাইরাস আক্রান্তের সন্দেহে ১২৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া আইসোলেশনে আছেন একজন। এছাড়া গত কয়েকদিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর ১৩৮ জনকে রিলিজ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন শফিকুল ইসলাম জানান, মাদারীপুর জেলায় ১২৯ জনকে করোনাভাইরাস আক্রান্তের সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। যারা হোম কোয়ারেন্টাইনে না থেকে নির্দেশ অমান্য করবে তাদের ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। যারা নির্দেশ অমান্য করবে প্রতিটি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা করবে।

মাদারীপুর স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপর সদর হাসপাতালের নতুন ভবনে এক শ শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়াও সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের চারটি বেড প্রস্তুত করা হয়েছে। চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুটি করে বেড প্রস্তুত রাখা হয়েছে। করোনাভাইরাস মোকাবেলার জন্য সচেতনামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া যেকোনো সভা সেমিনার না করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/এমআর