হোম কোয়ারেন্টাইনে না থাকায় মানিকগঞ্জে প্রবাসীকে জরিমানা

প্রকাশ | ১৭ মার্চ ২০২০, ১৪:১৯ | আপডেট: ১৭ মার্চ ২০২০, ১৪:৪২

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে চলাফেরার দায়ে ইরাক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এই অর্থদণ্ড করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি উপজেলার রৌহা গ্রামের মকবুল হোসেন (৩০)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ মকবুল হোসেন ইরাক থেকে দেশে ফেরেন। সোমবার সন্ধ্যায় তিনি বাড়ির বাইরে ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে উপজেলা প্রশাসন ওই বাড়ির সামনে গিয়ে রাস্তায় তাকে দেখতে পায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

এর আগে গত রবিবার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলায় সৌদিপ্রবাসী লাল মিয়া নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা যিনিই উপেক্ষা করবেন তাকেই আইনের আওতায় আনা হবে।

ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/এমআর