টাঙ্গাইলে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০২০, ১৭:১০

টাঙ্গাইলে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে শহরের বাস টার্মিনালের সিকদার মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মহেষপুর গ্রামের রুস্তম মন্ডলের ছেলে আসাদ মন্ডল (২১), একই গ্রামের আব্দুল মালেক মন্ডলের ছেলে ইমামুল ইসলাম (১৯) ও একই উপজেলার তারাউজিয়াল গ্রামের আক্তার মোল্লার ছেলে হৃদয় মোল্লা (২৩)।

জানা যায়, টাঙ্গাইল বাস টার্মিনালের সিকদার মার্কেটে তাসলিমা টেলিকম নামের বিকাশের দোকানে ওই তিন যুবক ক্যাশ রেজিস্ট্রারের ছবি তোলার সময় স্থানীয় লোকজনদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাদের আটক করে টাঙ্গাইল সদর ফাঁড়ির পুলিশে সোপর্দ করে। তারা মঙ্গলবার সকালে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত কওে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘বিকাশ প্রতারক চক্রের আটককৃত তিন সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকাশের দোকানে গিয়ে কৌশলে ক্যাশ রেজিস্ট্রারের ছবি তুলে বিকাশ অ্যাপসের মাধ্যমে গ্রাহকদের সাথে প্রতারণার কথা স্বীকার করেছে।

ঢাকাটাইমস/১৭মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :