গরুবোঝাই ভটভটি খাদে পড়ে নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০২০, ১৭:৫৮

জয়পুরহাটে গরুবোঝাই একটি ভটভটি খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হন অন্তত নয় যাত্রী।

মঙ্গলবার সকাল ১১টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার কালাই উপজেলার পুনট গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আবু তালেব (৫৫) এবং একই উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (২৫)।

আহতরা হলেন- একই উপজেলার দেওগ্রামের বাচ্চু মিয়ার ছেলে হাসান আলী, আব্দুর রহিম, মৃত নিজাম উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ ও আবুল হোসেন, নেজাম উদ্দিনের ছেলে জিলহাজ, পুনট পশ্চিম নয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে নুরনবী, পুনটের বুদা মিয়ার ছেলে চিবাস, আজগর আলীর ছেলে জাহিদুল ইসলাম ও রফিক উদ্দিনের ছেলে নাসির উদ্দিন। তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহরিয়ার খান জানান, পুনট হাট থেকে গরু নিয়ে ভটভটিতে করে পাঁচবিবি হাটে যাচ্ছিলেন কয়েকজন। বানিয়াপাড়া এলাকায় আসার পর ভটভটির পেছনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ১১জন যাত্রী আহত হলে তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। দুপুরে অবস্থার অবনতি হলে আবু তালেব ও রাজু আহম্মেদকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ঢাকাটাইমস/১৭মার্চ/পিএল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :