সাতক্ষীরায় আরও ১৩ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০২০, ১৮:০১

সাতক্ষীরায় আরও ১৩ প্রবাসীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের নির্দেশে সোমবার বিকাল থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে নেয়া হয়।

তাদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার তিনজন, আশাশুনি উপজেলার দুজন, কালিগঞ্জ উপজেলার ছয়জন, দেবহাটা উপজেলার একজন ও শ্যামনগর উপজেলার একজন।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, কোয়ারেন্টাইনে থাকা এসব ব্যক্তিদের ঘরের বাইরে ঘোরাফেরা না করার নির্দেশনা দেয়া হয়েছে। তাদের ওপর স্থানীয় স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে নজরদারিতে রাখতে বলা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার থেকে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশ উভয় দেশের যাত্রীদের আসা-যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে। এ নির্দেশনা চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। তবে উভয় দেশের নাগরিক যারা বাংলাদেশে এসেছেন বা ভারতে গেছেন তারা নিজ নিজ দেশে ফিরতে পারবেন।

ঢাকাটাইমস/১৭মার্চ/পিএল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :