টাঙ্গাইল হাসপাতালে আট দালালকে বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০২০, ১৯:৫৮

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দালালচক্রের আট সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে র‌্যাব-১২ সদস্যদের সহযোগিতায় জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর তাদের এ সাজা দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের সোহেল খানকে পাঁচ দিন ও একই গ্রামের আল-আমিনকে আট দিন কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের নুপুর হাসান, বিশ্বাস বেতকা গ্রামের খন্দকার, দেলদুয়ার উপজেলা নাল্লাপাড়া গ্রামের ইয়ামিন, সদর উপজেলার সন্তোষ আমিনুল ইসলাম, ধূলেরচর গ্রামের রাজন, মীরের বেতকা গ্রামের মীর হাবিব, আব্দুল বারেককে সাতদিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।

ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ূবী জানান, দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল দালাল চক্র সক্রিয় রয়েছে এমন তথ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৮মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :