৩০ বিচারক হোম কোয়ারেন্টাইনে

প্রকাশ | ১৮ মার্চ ২০২০, ২০:২৬ | আপডেট: ১৮ মার্চ ২০২০, ২১:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আইনমন্ত্রণালয়ের আদেশে হোম কোয়ারেন্টাইনে গেছেন দেশের বিভিন্ন আদালতের ৩০জন বিচারক। এই বিচারকরা অস্ট্রেলিয়ায় ট্রেনিং করতে গিয়েছিলেন।

বুধবার আইনমন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৫ মার্চ তারা দেশে ফিরেন ওই ৩০ বিচারক। মন্ত্রণালয়ের আদেশে এই বিচারকরা করোনার সতর্কতা হিসেবে হোম কোয়ারেন্টানে গিয়েছেন। এদের মধ্যে একজন বরিশালের বিচারক রয়েছেন। যিনি দেশে ফিরে অফিসে গিয়ে তার সব কাজ বুঝিয়ে দিয়ে হোম কোয়ারেন্টাইনে গেছেন। 

এদিকে দেশে আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও চার জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা হলো ১৪জন। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। বিশ্বের ১৭২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে প্রাণ গেছে ৮ হাজারের বেশি।

ঢাকাটাইমস/১৮মার্চ/এআইএম/ইএস