বগুড়ায় আ.লীগ-বিএনপি সংর্ঘষ, ভাঙচুর

প্রকাশ | ১৮ মার্চ ২০২০, ২০:৫৬

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপ-নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে নৌকা এবং ধানের শীষ প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় গাড়ি, মোটরসাইকেল ভাঙচুরসহ বাড়িঘরে আগুন দেয়ার ঘটনাও ঘটে। বুধবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার তাজুরপাড়া এলাকায় এ সংঘর্ষ।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও সারিয়াকান্দির পারতিতপরল গ্রামে বিএনপি ও আওয়ামী লীগের নির্বাচনী সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে উপ-নির্বাচনে  বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে সারিয়াকান্দি উপজেলার পারতিতপরল গ্রামে নির্বাচনী সমাবেশ আহ্বান করে। সেখানে নৌকার পক্ষে আওয়ামী লীগও সমাবেশ আহ্বান করে এবং ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় প্রশাসন দুই পক্ষের নির্বাচনী সমাবেশ বন্ধ করে দেয়।

দুপুর সাড়ে ১২টার দিকে ধানের শীষ মার্কার একটি গাড়িবহর পারতিতপরলের দিকে যাচ্ছিল। পথে তাজুরপাড়া এলাকায় নৌকা মার্কার কর্মীসমর্থকরা ধানের শীষের গাড়িবহরে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। নৌকা মার্কার কর্মীরা ধানের শীষের তিনটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ পাহারায় বিএনপি নেতাকর্মীদের গাড়িবহর ফিরে যায়।

দুপুর ২টার দিকে নৌকা মার্কার কর্মীরা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায়। তারা হাটশেরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন রেজার মটরসাইকেলে এবং বিএনপি কর্মী বেল্লাল হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়।

সোনাতলা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিপু খান জানান, নৌকা মার্কার কর্মীদের হামলায় কেন্দ্রীয় তাঁতীদলের নেতা আব্দুস সাত্তারসহ ছয়-সাতজন নেতাকর্মী আহত হয়েছেন।

অন্যদিকে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, তাজুরপাড়ায় বিএনপির গাড়িবহরের একটি গাড়ি নৌকা মার্কার কর্মীর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ নিয়ে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের সাতজনের মতো আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/১৮মার্চ/কেএম/এলএ)