তাড়াশে চারজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০২০, ২১:১২

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গুল্টা বাজার এম মুনসুর আলী কলেজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে চারজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী গোলাম রাব্বীকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান ও উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া।

জেলা প্রশাসক ফারুক আহম্মেদ বলেন, দুর্ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটিকে আগামী সাত থেকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত মঙ্গলবার উপজেলা তালম ইউনিয়নের গুল্টা হাটের হাটবার ছিল। হাট সংলগ্ন ক্যাপ্টেন মুনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন গেটের ছাদের নিচে গরু-ছাগল বিক্রির ক্রেতা-বিক্রেতারা বসেছিলেন। এ সময় আচমকা গেটের ছাদটির ওপরের অংশ তাদের মাথার ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং পাঁচজন আহত হন।

(ঢাকাটাইমস/১৮মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :