চুয়াডাঙ্গায় বিদেশফেরত ১০৬ জন হোম কোয়ারেন্টাইনে

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০২০, ২১:২৮

করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গায় বিদেশফেরত ১০৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার বিকাল পর্যন্ত চুয়াডাঙ্গার চারটি উপজেলার বিভিন্ন গ্রামে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। এদের মধ্যে ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফেরা প্রবাসীরা রয়েছেন।

হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৩৩ জন, আলমডাঙ্গা উপজেলার ১৪ জন, দামুড়হুদা উপজেলার ১৬ জন ও চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪২ জন। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন একজন।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন এএসএম মারুফ হাসান জানান, বিদেশফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখনো কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি। তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তবে কোয়ারেন্টাইনরত রোগীর সংখ্যা আরো বাড়তে পারে।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, হোম কোয়ারেন্ট মানা হচ্ছে কি না সে বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। যারা বিদেশফেরত তাদের সহজভাবে নেয়ার কোনো সুযোগ নেই। বিদেশফেরত সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে চলতেই হবে। না মানলে জেল জরিমানাসহ কঠোর হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।

(ঢাকাটাইমস/১৮মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :