হোম কোয়ারেন্টাইন না মানায় কাশিয়ানীতে দুই প্রবাসীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
| আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৩:২৭ | প্রকাশিত : ১৯ মার্চ ২০২০, ১১:৩৮

গোপালগঞ্জের কাশিয়ানীতে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরা করার অপরাধে দুই প্রবাসীর ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার রাতে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ এই জরিমানা করেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ জানান, সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন বেশ কয়েকজন প্রবাসী। এর মধ্যে দুই ব্যক্তি হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে বাইরে ঘোরাফেরা করছিলেন। নিষেধ অমান্য করায় একজনকে ২০ হাজার ও অপরজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তারা কোয়ারেন্টাইনের নিয়ম মেনে বাসায় অবস্থান করবে বলে অঙ্গীকারকারপত্রে স্বাক্ষর করেন।

এদিকে বিদেশ থেকে যে কয়েকজন প্রবাসী গ্রামের বাড়িতে এসেছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সচেতন করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গোপালগঞ্জে এ পর্যন্ত ৭১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডাক্তার নিয়াজ আহম্মেদ।

ঢাকাটাইমস/১৯মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :