খানসামায় দুই কোচিং সেন্টারকে জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০২০, ২১:৩১

দিনাজপুরের খানসামায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় দুই কোচিং সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলা নির্বাহী হাকিম আহমেদ মাহবুব-উল-ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলার খানসামা বাজারে ফোরজি কোচিং সেন্টারের পরিচালক শিক্ষক নিত্যজিৎ চন্দ্র রায় ও পাকেরহাটে আলোর কণা কোচিং সেন্টারের পরিচালক দয়াল চন্দ্র রায়কে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি করেছে সরকার। সরকারি নিষেধ উপেক্ষা করে এ দুই কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করা হয়। কোচিং সেন্টারগুলো বন্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৯মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :