সৈয়দপুরে বিয়ে বাড়িতে হামলা, আহত ৮

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০২০, ২৩:০১

নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাটে সরকারি খাস খতিয়ানে ৪২ শতক জমি দখলে নেওয়ার জের ধরে বিয়ে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। দখলে নিতে মরিয়া একটি পক্ষ দীর্ঘদিন থেকে দখলে রাখা অপর পক্ষের উপর এ হামলা চালায় বুধবার রাত ৯টার দিকে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়। স্থানীয়রা আহতদের সৈয়দপুর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- আনোয়ার, মাহমুদ, খুরশিদ, শওকত, আন্নু, দানিস, আশরাফ, ওয়াসিম। এদের মধ্যে গুরুতর আহত আনোয়ার হোসেনকে (৩৮) উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আটক চারজন হলেন- হৃদয়, সাঈদ হাসান, ইরফান ও মাহবুব আলম। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, রাতে একটি পক্ষ মামলা করেছে। তবে অপর পক্ষটি অভিযোগ দিলে তা অবশ্যই গ্রহণ করা হবে।

সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জানান, ৪২ শতক জমিই সরকারি সম্পদ। প্রতিপক্ষ দুটি পক্ষই তাদের সম্পদ বলে দাবি করছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :