নবাবগঞ্জের ‘স্বপ্নপূরী’ বন্ধ ঘোষণা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ মার্চ ২০২০, ১১:০৮ | প্রকাশিত : ১৯ মার্চ ২০২০, ২৩:০৮

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে উত্তর বঙ্গের সবচেয়ে বড় পিকনিক স্পট‘স্বপ্নপূরী’সাময়িক বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও শেখ রাসেল জাতীয় উদ্যান ও আশুরার বিল পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে এসব পর্যটন এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার দুপুরে স্বপ্নপূরী কর্তৃপক্ষকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।

‘স্বপ্নপূরী’ম্যানেজার মোক্তার হোসেন জানান, সবদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যেহেতু এই রোগটি ছোয়াছে, তাই সাময়িক স্পটটি বন্ধ করে দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :