চিরিরবন্দরে তিনজন হোম কোয়ারেন্টাইনে

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০২০, ১৫:৫৫

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিদেশ ফেরত তিনজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের একজন দুবাই, একজন জার্মানি ও একজন ওমান থেকে দেশে এসেছেন।

সদ্য বিদেশ ফেরত তিনজনের একজনকে দুই দিন আগে ও দুইজনকে চারদিন আগে থেকে হোম কোয়ারান্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তিনজনের মধ্যে দুইজন ২ নম্বর সাতনালা ইউনিয়ন এবং একজন ৬ নম্বর অমরপুর ইউনিয়নের বাসিন্দা।

তাদের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ না থাকলেও বিদেশফেরত হওয়ায় তাদের নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ওবাইদুল হক।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজমল হক জানান, বিদেশফেরত তিনজনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, পরামর্শ ও দিক-নির্দেশনা দেয়া হয়েছে। করোনা প্রতিরোধে সচেতনতা কার্যক্রম অব্যাহত আছে। এখন পর্যন্ত তাদের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়নি। তারা হোম কোয়ারান্টাইনে সবসময় আমাদের নজরে রয়েছে।

(ঢাকাটাইমস/২০মার্চ/কেএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :