গোপালগঞ্জে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ২০ মার্চ ২০২০, ১৬:১৩

করোনাভাইরাসের বিস্তার রোধে গোপালগঞ্জে সব ধরনের সভা-সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠানসহ জনজমায়েত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

ৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইলিয়াছুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই গণবিজ্ঞপ্তি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় সব ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ না করার জন্য নির্দেশ দেয়া হলো। এছাড়া জেলার সব ধরনের কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার ও কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য আদেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিটি জেলা ও পুলিশ প্রশাসনের কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় টাঙানো হয়েছে। এছাড়া বাজার ও জনবহুল এলাকায় মাইকিং করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০মার্চ/কেএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :