আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২০ মার্চ ২০২০, ১৮:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অর্থ শাখার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর দারুস সালাম ও সিলেটে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মোতাহার হোসেন, মুরশিদুল আলম শিহাদ মুরশিদ ও সাইফুর রহমান।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ঢাকা টাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালাম এবং সিলেটের জৈন্তাপুর এলাকা অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের অর্থ শাখার তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্ট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মোতাহার হোসেন সংগঠটির নরসিংদী জেলার আমির পর্যায়ের একনিষ্ঠ সদস্য। তিনি সংগঠনের প্রধান টাকা সংগ্রহের দায়িত্ব পালন করছিলেন। কর্মীদের কাছ টাকা সংগ্রহ করে বিদেশে আনসার আল ইসলামের সদস্যদের কাছে নিয়মিত টাকা পাঠাতেন। তার কাছ থেকে দেশের বাইরে ৪/৫ লাখ টাকা পাঠানোর তিনটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/২০মার্চ/এসএস/জেবি)