করোনাওয়ারাইজেশান

প্রকাশ | ২১ মার্চ ২০২০, ১০:৪৭

গাজী আবদুল্লাহেল বাকী

করোনাওয়ারাইজেশান,

দাও যে রুখে শক্তিধর গ্লোবালাইজেশান!

কোথায় আজি যুদ্ধবাজরা পরমাণু অস্ত্রপাতি,

মুছে ফেলতে সভ্যতাকে ধ্বংস করতে মানব জাতি।

লক্ষ-কোটি করতো খরচ তৈরী করতে অস্ত্র হাজার,

দেশে দেশে যুদ্ধ বাধায় থাকে গরম অস্ত্র বাজার।

আহাম্মকরা অস্ত্র কিনে--একে অন্যের করে নিপাত,

হঠাৎ করে হলো শুরু এ কোন খেলা হয় কুপোকাত।

করো-ভাইরাস ধরলো এঁটে মোড়ল বলে এ কোন জ্বালা,

এতো দ্রুত মারে ছোবল খুললো কে ঐ ফণির ডালা?

কোভিড-উনিশ ছুটলো জোরে হতাশ হয় যে অস্ত্রজ্ঞানী,

রুখতে কেমনে হবে একে বুদ্ধি নিয়ে টানাটানি।

ভঙ্গুর হলো হাস-তামসা, বাধাগ্রস্থ জীবন জোয়ার,

অদৃশ্য এই রোগের ভয়ে ধুকধুকানি হৃদে সবার।

বড়ো মোড়ল ছোটো মোড়ল রাজা-রাণী সবাই বেতাল,

ধরছে হঠাৎ যাকে তাকে, বলেন ডাক্তার, ‘সামাল, সামাল’।

অস্ত্র ভণ্ডার অকেজো আজ--ভাইরাস মারতে ঢালে ডলার,

খরচ যদি করতো আগে লাগতো না ফাঁস আজকে গলার।

হয় যে মানুষ কেমনে বোকা আত্ম-ধ্বংসে ওঠে মেতে

কোন বাংকারে পালাবে আজ--যুদ্ধে কে বা হারে জেতে!

মহামারি এই যে ভাইরাস আঘাত তাদের বড়োই কঠিন,

বিন্দুর মাঝে সিন্ধু শক্তি কেমনে যাবে আগামি দিন!