ময়মনসিংহে ২৫০০ প্রবাসীর খোঁজে কমিটি গঠন

প্রকাশ | ২১ মার্চ ২০২০, ২০:২৪

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহ জেলায় গত শুক্রবার পর্যন্ত বিভিন্ন দেশ থেকে প্রায় তিন হাজার প্রবাসী ফিরেছেন। তবে এদের মধ্যে ৫০০ প্রবাসীর অবস্থান জানতে পারলেও ২৫০০ হাজার প্রবাসীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে কমিটি গঠন করা হয়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। এতে চরম উৎকণ্ঠায় রয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ, প্রশাসন এবং সচেতন নাগরিক।

স্বাস্থ্য বিভাগ জানায়, সরকারি ঘোষণা মোতাবেক প্রবাসীরা দেশে ফিরে স্থানীয় প্রশাসনকে জানানোর নিয়ম থাকলেও তা মানছেন না তারা।

এ ব্যাপারে জেলার সিভিল সার্জন মশিউল আলম জানান, জেলায় এ পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন ৩০৯ জন। তবে প্রবাসীদের অনেকেই কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলছেন না। তাদের সঠিক অবস্থান জানতে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি করেছেন। কমিটির সদস্যরা সব সময় বিভিন্ন এলাকাতে যোগাযোগ রাখছেন। এতে সুফল মিলছে। তবে অনেকের ঠিকানা ভুয়া হওয়াতে তারা বিপাকে প্রশাসক পড়ছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২১মার্চ/পিএল