গাইবান্ধা-৩ আসনে নৌকার স্মৃতি বিজয়ী

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মার্চ ২০২০, ২১:২২ | প্রকাশিত : ২১ মার্চ ২০২০, ২১:২১

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন দুই লাখ এক হাজার ৪৮২ ভোট। তার নিকটতম প্রার্থী বিএনপির অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৪০৮ ভোট।

শনিবার রাত ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহাবুবুর রহমান ঢাকা টাইমসকে এই ফলাফলের বিষয় নিশ্চিত করেন।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্য্ত সাদুল্যাপুর-পলাশবাড়ী দুই উপজেলার ২০টি ইউনিয়নের ১৩২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এই আসনে মোট ভোটার চার লাখ ৩৫ হাজার ২১১ জন।

প্রসঙ্গত, আজ বাগেরহাটের একটি আসন এবং ঢাকা-১০ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকায় ইভিএমে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিয়েছেন মাত্র ৫.২৮ ভাগ ভোটার। প্রচণ্ড এই ভোটার খরার জন্য করোনাভাইরাস আতঙ্ককে দায়ী করেছে নির্বাচন কমিশন। তবে গাইবান্ধায় করোনার তেমন প্রভাব ভোটে পড়েনি।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :