বিদেশ থেকে ফিরেই বিয়ের পিঁড়িতে

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২০, ২২:১৮

টাঙ্গাইলের ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের আকালু গ্রামে বিদেশ থেকে ফিরেই বিয়ে করেন শরিফুল ইসলাম নামে এক প্রবাসী। গত ১৪ মার্চ হযরত শাহ্জালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে হোম কোয়ারেন্টাইনেরভিত্তিতে বাড়ি ফিরে তা না মেনে তার পরদিনই জনসমাগমে বিয়ে করেন তিনি।

দীর্ঘদিন বাহরাইনের চাকরি করে করোনাভাইরাস আতঙ্কে দেশে ফেরেন শরিফুল।

এদিকে একই গ্রামের তৌহিদুর রহমান গত বুধবার ভারত থেকে গ্রামে ফিরেই সরকারি নির্দেশনা না মেনে হাট-বাজারে আড্ডা দিচ্ছেন।

এছাড়াও উপজেলায় বিভিন্ন এলাকায় বিদেশফেরতরা সরকারি নির্দেশ অমান্য করে সকলের সঙ্গে মেলামেশা করছেন বলে অভিযোগ এলাকাবাসীর। প্রবাসীদের এরকম অবাধ চলাফেরায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অলোয়া ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন জানান, গত শুক্রবার রাতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এলাকাগুলোতে মাইকিং করা হয়েছে। তবে এমন আতঙ্কের মধ্যেও বিদেশফেরত ওই লোক বাড়ি এসেই বিয়ে করার বিষয়ে জানেন না বলে খোঁজ নেয়া হবে বলে জানান তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক চৌধুরী জানান, চলতি মাসের ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত এ উপজেলায় বিভিন্ন দেশ থেকে ৮৮ জন প্রবাসী এসেছে। তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা চলছে। তবে অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২১মার্চ/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :