জামিন ও জরুরি বিষয় ছাড়া বন্ধ থাকবে আদালতের কার্যক্রম

প্রকাশ | ২২ মার্চ ২০২০, ১৮:১৬ | আপডেট: ২২ মার্চ ২০২০, ১৮:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরি বিষয় ছাড়া যৌক্তিক সময়ের জন্য অধস্তন আদালতসমূহ মুলতবি রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

রবিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা ভাইরাসজনিত (কোভিড-১৯) উদ্ভুত পরিস্থিতিতে দেশের অধস্তন আদালতসমূহে অধিকসংখ্যক জনসমাগম পরিহার করা প্রয়োজন। এ উদ্দেশ্য দেশের অধস্তন আদালতসমূহে জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরি বিষয় ব্যতিত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবিকরণ আবশ্যক। এ অবস্থায় দেশের অধস্তন আদালতসমূহে জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরি বিষয় ব্যতিত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবির জন্য নির্দেশ প্রদান করা হলো।’

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে জারিকৃত এ বিজ্ঞপ্তি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

ঢাকা টাইমস/২২মার্চ/এআইএম/ইএস