পূর্বশত্রুতার জেরে বসতঘরে ‘অগ্নিসংযোগ’

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২০, ১৮:৪০

ফরিদপুরের বোয়ালমারীতে বসতঘরে দুর্র্বৃত্তদের লাগানো আগুনে ঘরের সকল আসবাবপত্র পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। তাদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে।

গত শনিবার দুপুরে উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে এ আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া ওই বাড়ির মালিক সাহিন মোল্যার সঙ্গে প্রতিবেশী আশরাফ ফকির ও আছাদ ফকিরের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এর জের ধরেই পরিকল্পিতভাবে কেউ না থাকায় তাদের বাড়ি আগুন দিয়েছে তারা।

তবে অভিযুক্ত আছাদ ফকির বিষয়টি অস্বীকার করে জানান, জমি নিয়ে বিরোধ চললেও আগুন লাগার ব্যাপারে তিনি কিছু জানেন না। তার দাবি, এ আগুনে তার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।

ঢাকাটাইমস/২২মার্চ/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :