গোপালগঞ্জে করোনা সংক্রমণ ঠেকাতে নানা উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২০, ১৯:৪৩

গোপালগঞ্জে করোনা সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলা ও উপজেলা সদরের বিভিন্ন অফিসের সামনে সাবান-পানি রাখা ও প্রবাসীদের বাড়ির সামনে পুলিশ ও টেগ অফিসার রাখাসহ নানা রকম উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, জেলায় করোনা সংক্রমণ রোধে সবসময় প্রবাসীদের খোঁজ খবর নেয়া হচ্ছে। যাদের কোয়রেন্টাইনে রাখা হয়েছে তারা যাতে বাইরে ঘোরাফেরা করতে না পারে এবং তাদের প্রয়োজনীয় পণ্য দোকান থেকে এনে দেয়ার জন্য তাদের বাড়ির সামনে একজন করে গ্রাম পুলিশ ও টেগ অফিসার রাখা হয়েছে। এছাড়া কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় কাশিয়ানীতে তিন প্রবাসীকে ৩৫ হাজার ও কোটালীপাড়ায় এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলার ভ্রাম্যমাণ আদালত।

জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে আরও ৯৫ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনজনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় তাদের স্বাভাবিক চলাচল করার অনুমতি দেয়ার পর জেলায় মোট ২৬৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

ঢাকাটাইমস/২২মার্চ/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :