আলফাডাঙ্গায় সন্ধ্যা-সকাল অনির্দিষ্টকাল দোকানপাট বন্ধ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ মার্চ ২০২০, ২০:১৭ | প্রকাশিত : ২২ মার্চ ২০২০, ১৯:৫২

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য মুদি, খাবার এবং ওষুধের দোকান ছাড়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পৌরসভা ও ছয়টি ইউনিয়নের সকল দোকানপাট ও সাপ্তাহিক হাটবাজার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান দৈনিক ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান দৈনিক ঢাকা টাইমসকে জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য মুদি, খাবার এবং ওষুধের দোকান বাদে সকল দোকানপাট ও সাপ্তাহিক হাটবাজার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে মুদি, খাবার এবং ওষুধের দোকান খোলা থাকবে।

এ বিষয়ে জনগণকে জানানোর জন্য মাইকিং করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :