ঢাকা-১০ আসনের উপনির্বাচনের ফল বাতিল চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ মার্চ ২০২০, ২২:০৭ | প্রকাশিত : ২২ মার্চ ২০২০, ২১:১৯

করোনাভাইরাসের প্রাদুর্ভাদের কারণে ভোটার উপস্থিতি কম থাকায় ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনের ফল বাতিল চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে।

রবিবার আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে গত ২১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ভোটার উপস্থিতি হতে পারেনি। এই নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নির্বাচন দিতে হবে।’

গত শনিবার (২২ মার্চ) সমাপ্ত ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিনকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, ‘নৌকা’ প্রতীকে শফিউল ইসলাম পেয়েছেন ১৫ হাজার ৯৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ রবিউল আলম রবি ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮১৭ ভোট। এই আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ জন।

আইনজীবীর দাবি, মাত্র ৫ ভাগ ভোট পড়েছে এই নির্বাচনে। মানুষ ভোট দিতে যায়নি। নির্বাচন কমিশন ব্যর্থ। এজন্য এই আসনে পুনরায় নির্বাচন দেওয়া হোক। সংবিধানে সেই সুযোগ রয়েছে।

ঢাকাটাইমস/২২ মার্চ/এআইএম/ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :