নোয়াখালীতে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২০, ২১:৫৯

করোনাভাইরাস অজুহাতে নোয়াখালীর সদর উপজেলার বিভিন্ন বাজারে দ্রব্যমূলের উর্ধ্বগতি রুখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস আতঙ্কে কাজে লাগিয়ে জেলার বিভিন্ন হাটবাজারের কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে চাল ও পেঁয়াজের মূল্যের দাম নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছেন। এমন সংবাদে উপজেলার ভাটিরকেট চৌমুহনী, নুরু পাটোয়ারীহাট ও উত্তর ওয়াপদা বাজার অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :