ফরিদপুরে শপিং মল-ধর্মীয় সমাবেশসহ সব গণজমায়েত বন্ধ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৬:৪৬ | প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ১৬:৩৭

ফরিদপুরে শপিং মল, রেস্টুরেন্ট, বাণিজ্য কেন্দ্র, ভ্রাম্যমাণ ফাস্টফুডের দোকান, আবাসিক হোটেল, পশুর হাট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া চা দোকানে আড্ডা বন্ধ করতেও বলা হয়েছে। গতকাল জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে প্রবাসীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া কারো শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র, থানা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

জেলা প্রশাসক জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সকল দোকানপাটসহ কাঁচা বাজার, ফার্মেসি ও সাধারণ খাবারের হোটেল, চিকিৎসাপ্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে। এছাড়া খাদ্যদ্রব্যের পাইকারি বাজার দুপুর ১২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুমতি সাপেক্ষে খোলা থাকবে।

তবে এসব স্থানে থাকা অবস্থায় একজন আরেকজনের থেকে কমপক্ষে এক মিটার দূরত্ব রাখতে হবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, দুপুর পর্যন্ত জেলায় ১০৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

ঢাকাটাইমস/২৩মার্চ/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :