সিংড়ায় করোনা সচেতনতায় লিফলেট বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ১৭:০১

জনসমাগম নিষিদ্ধ ও করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার পৌর শহরের কোট মাঠ, হাট সিংড়া বাজার ও নিংগইনসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদে খেলোয়াড়দের সচেতন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। পরে চালের মূল্যবৃদ্ধি কারসাজির কারণে বাজারের চাল ব্যবসায়ী নিরঞ্জন সাহাকে দুই হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রুশত মতিন, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চা স্টল থেকে শুরু করে এলাকার সর্বত্র জনসমাগম নিষিদ্ধে মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :