মাগুরায় টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসবা নেয়ার আহ্বান

প্রকাশ | ২৩ মার্চ ২০২০, ১৯:০৩

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনার ভাইরাসের প্রার্দুভাব মোকাবিলায় সদর হাসপাতালে সাধারণ রোগীদের ভিড় এড়াতে টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা। সোমবার এক বিজ্ঞপ্তিতে তিনি সাধারণ রোগীদের প্রতি এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ জ্বর, সর্দি, কাশি, জ্বরজনিত রোগের জন্য হাসপাতালে না এসে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। টেলিমেডিসিনের মাধ্যমে সেবা প্রদানকারী চিকিৎসকরা হলেন ডাক্তার শামান্তা আমিন, ডাক্তার আজিজুর রহমান, ডাক্তার আল মুস্তাকিম, ডাক্তার আহসান হাসিব, ডাক্তার আলি মিতুল, ডাক্তার আমিনুল ইসলাম, ডাক্তার সৌভিক ভট্টাচার্য, ডাক্তার গৌরব ব্যানার্জি, ডাক্তার নাজমুন সাকিব ও ডাক্তার মিথুন সাহা প্রমুখ।

এসব চিকিৎসকদের নাম ও মোবাইল নম্বর সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে টানিয়ে দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/কেএম)