ভাইরাস সুরক্ষায় ব্যাংক কর্মকর্তার উদ্যোগ

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ২০:২৬

করোনাভাইরাসের সংক্রামণ এড়াতে ও ব্যাংকিং কার্যক্রমকে সুরক্ষিত করতে পিরোজপুর সদর উপজেলার রূপালী ব্যাংকের হুলারহাট শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তার ব্যক্তিগত উদ্যোগে ব্যাংকে আসা গ্রাহকদের সুরক্ষা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেয়া হচ্ছে।

এছাড়াও ওই শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভাইরাস সুরক্ষিত পোশাক, হাত মোজা, মাস্ক, চুল ঢেকে রাখার সুরক্ষিত টুপির ব্যবস্থা করা হয়েছে। সোমবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

ব্যাংকের গ্রাহকরা যাতে হাত ধুয়ে ব্যাংকে প্রবেশ করতে পারেন এজন্য রাখা হয়েছে পানি ও হ্যান্ডওয়াশ। এছাড়া টাকার সঙ্গে মিশে থাকা জীবাণুতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা যাতে আক্রান্ত না হয়, এজন্য প্রতিটি ডেস্কে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। এছাড়া ব্যাংকে প্রবেশের সিঁড়ি ও ব্যাংকের ভেতর জীবানুনাশক ওষুধ দিয়ে প্রতিদিন দুইবার পরিষ্কার করা হচ্ছে।

মিজানুর রহমানের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শাখার কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা।

মিজানুর রহমান বলেন, ‘সুরক্ষার ক্ষেত্রে কোনো আপস নয়। কে কী করে দেবে সেই চিন্তা না করে সুরক্ষার জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে সবাই সুরক্ষিত থাকব। এভাবেই দেশ সুরক্ষিত হবে।’

(ঢাকাটাইমস/২৩মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :