সচেতন করতে ওসির ‘অসচেতন’ কাণ্ড

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ২১:৪৮

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রোধে দেশে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু করোনাভাইরাস নিয়ে সচেতনতায় রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু ‘অসচেতন’ এক কাণ্ড ঘটালেন। তিনি উপজেলা সদরে রীতিমতো সমাবেশ করেছেন।

সোমবার বিকালে করোনা আতঙ্কের মধ্যে কোনো অসাধু ব্যবসায়ী যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারেন সে বিষয়ে চারঘাট বাজারের বণিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীদের সাথে এই সচেতনতামূলক সভা করেন তিনি।

এরপর সভার ছবি ওসি তার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন।

ছবিতে এই সমাবেশে প্রায় অর্ধশত ব্যক্তিকে দেখা যাচ্ছে। জনসমাগম নিষিদ্ধ থাকা অবস্থায় এমন ছবি দেখে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। খোদ ওসির পোস্টেই লিটন নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, এতো জনগণ এক সাথে, এতো কাছাকাছির কারণে ঝুঁকি আরো বেড়ে যায়।

এ বিষয়ে কথা বলতে ওসি সমিত কুমার কুণ্ডুর সরকারি মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, ওসি হয়তো বিষয়টা বুঝতে পারেননি। তার উদ্যোগটা ভালো ছিল, কিন্তু এখন সমাবেশ না করার জন্য বলা হচ্ছে। এই সময়ে কাজটা অন্যভাবে করা উচিত ছিল। তিনি ওসির সঙ্গে কথা বলবেন, যাতে ভবিষ্যতে এ রকম আর না করেন।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :