হাতিয়ায় দুবাই প্রবাসীর অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ২২:২৩

কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত হোমকোয়ারেন্টাইন মেনে না চলায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এক দুবাই প্রবাসীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড গুল্লাখালি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম রেজাউল করিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ হাতিয়ায় আসেন এ দুবাই প্রবাসী। আসার পর প্রশাসন থেকে তাকে হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি হোমকোয়ারেন্টাইন না মেনে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করেন। এমন সংবাদে অভিযান চালিয়ে ওই প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :