অনির্দিষ্টকালের জন্য স্থগিত লা লিগা

প্রকাশ | ২৪ মার্চ ২০২০, ১০:০২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেল লা লিগা। পাশাপাশিই স্পেনের সব ধরনের ফুটবল ইভেন্টও একই সঙ্গে স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল ৪ এপ্রিল থেকে ফের শুরু হবে স্প্যানিশ লিগের খেলা। কিন্তু করোনাভাইরাসের কারণে স্পেনে যেন মৃত্যু মিছিল শুরু হয়েছে। আর ঠিক এমনই পরিস্থিতিতে লা লিগা একেবারে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া হল ৷

বিগত কয়েক দিনে যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় স্পেনে মৃত্যু। আর কোনও ঝুঁকি নেই, ঠিক এই যতক্ষণ না পর্যন্ত স্পেন সরকারের কোনও ঘোষণা আসছে, ততক্ষণ দেশটিতে কোনও ধরনের ফুটবল খেলা হবে না। সরকারের সিদ্ধান্তের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগা কর্তৃপক্ষ স্থগিতের যৌথ বিবৃতি দিয়েছে সোমবার।

৬-৮ মার্চও লা লিগার ম্যাচ হয়েছে ৷ তারপরেই দু সপ্তাহের জন্য লা লিগা স্থগিত করে দেওয়া হয়েছিল৷ ৩ এপ্রিল লা লিগা ফের শুরু করার কথা ছিল ৷ কিন্তু মারণ এই ভাইরাসের কারণে আপাতত সবই বন্ধ স্পেনে৷ সব সংস্থার সহমত অনুসারেই স্থির হয়েছে স্পেনে এই মুহূর্তে কোনও ধরনের ফুটবল খেলা হবে না৷

খেলা পুরোপুরি বাতিল করে দেওয়ার কোনও সম্ভাবনা নেই, গত সপ্তাহে ঠিক এই সুরই শোনা গিয়েছিল আরএফইআর এর প্রধান লুইস রুবিয়ালেসের গলায়। কিন্তু যে হারে স্পেনে মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে আর কোনও উপায়ই ছিল না। ইউরোপে ইতালির পর করোনার কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত স্পেন। আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। সে দেশে করোনার আক্রমণে এখনও অবধি ২১৮০ জন প্রাণ হারিয়েছেন।

(ঢাকাটাইমস/২৪ মার্চ/এসইউএল)