পরিকল্পনা মন্ত্রণালয়ের ৫০ শূন্য পদের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০২০, ১৮:০১

করোনাভাইরাসে বাংলাদেশে সংক্রমণ এবং বিস্তৃতি ঝুঁকির কারণে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে আট ক্যাটাগরির ৫০টি শূন্য পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। লিখিত পরীক্ষার সংশোধিত তারিখ ও সময় পরবর্তীতে বিভিন্ন জাতীয় পত্রিকা এবং পরিকল্পনা বিভাগের ওয়েবসাইট ( www.plandiv.gov.bd ) এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সাহেদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

পরিকল্পনা বিভাগের উপসচিব ড. মোহাম্মদ রুহুল আমিন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিসাব রক্ষক, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, ট্রেসার, সর্টার ও অফিস সহায়ক প্রভৃতি পদে আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

চাকরির খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :