ফরিদপুরে পৌঁছেছে সেনাবাহিনী

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০২০, ১৮:০০

করোনাভাইরাস সংক্রমণ রোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরিদপুরে সেনাবাহিনী পৌঁছে গেছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনাভাইরাস মোকাবেলায় করণীয় সম্মন্ধে অনুষ্ঠিত এক জরুরি সভায় সাভার ক্যান্টনমেন্টের ২৮/বির’র লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ এ কথা জানান।

এ সময় জেলার পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, জেলায় ১২৭০ জনকে হোম কোয়ারান্টাইনে রয়েছেন। নির্ধারিত সময় শেষ হওয়ায় ২৩১৬ জন কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক জীবনে ফিরেছেন। এছাড়া জেলায় এ পর্যন্ত বিদেশ ফেরত ৫৭৭৩ জনের মধ্যে বাকি ২৫২৩ জনের বাড়িতে গিয়ে তারা তদন্ত সম্পন্ন করেছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অতুল সরকার, সিভিল সার্জন সিদ্দিকুর রহমানসহ স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও অন্যান্য দ্বায়িত্বশীল কর্মকর্তারা।

এদিকে করোনা সংক্রমণ রোধে জেলায় হাট-বাজারসহ অন্যান্য জায়গায় জনচলাচল সীমিত করার জন্য জেলা প্রশাসন হতে গণবিজ্ঞপ্তি জারি করার পর জনচলাচল ও অফিস-আদালতে সাধারণ মানুষের উপস্থিতি কমে গেছে।

ঢাকাটাইমস/২৪মার্চ/পিএল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :