দিনাজপুরে করোনা সন্দেহে আইসোলেশনে শিশু

প্রকাশ | ২৪ মার্চ ২০২০, ১৮:০৬

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দিনাজপুরের বিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে আট বছরের এক শিশুকে। শিশুটি গত আট দিন ধরে জ¦র, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী জানান, মঙ্গলবার সকালে শিশুটির নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। সোমবার বিকালে শিশুটিকে আইসেলেশনে ভর্তি হয় বলে জানান তিনি।

জেলা সিভিল সার্জন জানিয়েছেন, বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৯৮ জন। ১৪ দিনের মেয়াদ অতিক্রম করেছেন প্রায় ছয় শ জন। জেলায় ৩০২২ জন বিদেশ ফেরত প্রবাসীর মধ্যে অন্যদের হোম কোয়ারেন্টাইনের আওতায় আনতে তৎপরতা চালাচ্ছে প্রশাসন।

এছাড়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৭৪ জন প্রবাসীর বাড়ি লাল পতাকা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। অন্যান্য উপজেলাতেও প্রবাসীদের বাড়ি লাল পতাকা টাঙানোর এ কার্যক্রম চলছে বলে জানান জেলা সিভিল সার্জন।

ঢাকাটাইমস/২৪মার্চ/পিএল/ইএস