কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলা বন্ধ

প্রকাশ | ২৪ মার্চ ২০২০, ১৮:০৯

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে মঙ্গলবার বেলা ১২টার দিকে লঞ্চ মালিক সমিতি এ নির্দেশ দেয়।

বিআইডব্লিউটিসি’র কাঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, সীমিতভাবে এখনো ফেরি চলছে এ নৌ-রুটে। কোনো ধরনের যাত্রীবাহী পরিবহন পারাপার করা হচ্ছে না। তবে জরুরি পণ্যবাহী পরিবহন পারাপার করা হচ্ছে।

তিনি আরো জানান, এখন পর্যন্ত স্পিডবোট কিছুটা চললেও তা বন্ধ করে দেবে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এই রুট দিয়ে ৮৭টি লঞ্চ, ১৭টি ফেরি ও দুই শতাধিক স্পিডবোট চলাচল করে। এগুলোর মাধ্যমে প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করে।

ঢাকাটাইমস/২৪মার্চ/পিএল/ইএস