সবচেয়ে বেশি আয় মেসির

প্রকাশ | ২৪ মার্চ ২০২০, ১৮:১২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আবারও বিশ্বের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হলেন লিওনেল মেসি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়ার। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন বিষয়টি নিশ্চিত করেছে।

ইউরোপ ভিত্তিক গণমাধ্যমটি ১৯৯৯ সাল থেকে ফুটবলার ও কোচদের বাৎসরিক আয়ের হিসেব করে আসছে।

ফুটবল ম্যাগাজিনের হিসেব অনুযায়ী চলতি বছর বার্সেলোনা ও আর্জেন্টিনা অধিনায়ক মেসির মোট প্রায় ১৩ কোটি ১০ লাখ ইউরো হতে চলেছে। এই হিসাব ধরা হয়েছে বেতন-ভাতা আর বিজ্ঞাপনের থেকে পাওয়া আয় মিলিয়ে।

এবছর জুভেন্টাস ও পর্তুগালের মহাতারকা রোনালদো আয় করতে যাচ্ছেন ১১ কোটি ৮০ লাখ ইউরো। অন্যদিকে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের আয় ৯ কোটি ৫০ লাখ ইউরো।

কোচদের মধ্যে সবচেয়ে বেশি আয় আতলেটিকো মাদ্রিদের ডিয়োগো পাবলো সিমিওনের। স্প্যানিশ দলটি থেকে সাড়ে ৪ কোটি ইউরো দেয়া হয় এই আর্জেন্টাইন কোচকে। ইন্টার মিলানের অ্যান্তোনিও কন্তের আয় ৩ কোটি ইউরো। ইতালিয়ান কোচ রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার আয় ২ কোটি ৭৫ লাখ ইউরো।

(ঢাকাটাইমস/২৪ মার্চ/এআইএ)