ফরিদপুরের আলতু খান জুট মিল বন্ধ ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০২০, ১৯:২৬

ফরিদপুরের আলতু খান জুট মিলের উৎপাদন কার্যক্রম ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নিয়েছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান পান্না গ্রুপের সহযোগী এ প্রতিষ্ঠান।

মিলটির জেনারেল ম্যানেজার নাজিমুদ্দিন জানান, মঙ্গলবার হতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি অরো জানান, মিলের শ্রমিকদের মজুরি পরিশোধের পাশাপাশি ২৫ কেজি করে চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল ও এক কেজি করে তেল দেয়া হচ্ছে।

সাময়িক সময়ের জন্য কর্মহীন হলেও মিল কর্তৃপক্ষের এই উদ্যোগে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন বলে জানান ম্যানেজার নাজিমুদ্দিন।

প্রসঙ্গত, ফরিদপুরের মধুখালী উপজেলার পরীক্ষিতপুরে অবস্থিত এই আলতু খান জুট মিলটি গত এক দশক আগে প্রতিষ্ঠিত হয়। প্রতিমাসে প্রায় ২৩ টন উন্নতমানের কার্পেটিং সুতা ও বস্তা তৈরির সুতা তৈরি হয়। এই মিলে ২৫০০ শ্রমিক এবং তিনশত কর্মচারী রয়েছেন।

ঢাকাটাইমস/২৪মার্চ/পিএল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :