ফরিদপুরে জীবাণুনাশক ছিটানো শুরু

প্রকাশ | ২৪ মার্চ ২০২০, ১৯:৩১

বিশেষ প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাস প্রতিরোধে ফরিদপুর শহরে জেলা প্রশাসনের পক্ষ হতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় জীবাণুনাশক ছিটানো হচ্ছে। মঙ্গলবার ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় শহরের বিভিন্ন প্রধান সড়ক, বিভিন্ন সরকারি দপ্তর ও কয়েকটি বাজারে ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে জীবাণুনাশক ছিটানো হ্য়।

এ বিষয়ে জেলা প্রশাসক জানান, করোনাভাইরাস মোকাবেলায় মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে আজ থেকে শহরের জীবাণুনাশক স্প্রে করা শুরু হয়েছে। প্রতিদিন দুইবার করে শহরের বিভিন্ন এলাকায় স্প্রে করা হবে। এই কাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজ করছে।

ঢাকাটাইমস/২৪মার্চ/ইএস