জামালপুরে দোকান ও গণপরিবহন বন্ধ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০২০, ২০:৪৮

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বুধবার ভোর থেকে জামালপুরের দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ ঘোষণা দেন। শুধু ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান খোলা থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বিরাজমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসমাগম পরিহার করার লক্ষ্যে সাপ্তাহিক সব হাট, পশু হাট, আবাসিক হোটেল, শপিংমল, বাণিজ্য কেন্দ্র, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, সিনেমা হল, ভ্রাম্যমাণ ফাস্ট ফুড, সেলুন ও চায়ের দোকানের আড্ডাসহ জনসমাগম হয়- এমন কিছু পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে সব ধরনের সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকসহ সব গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়াও শুধু মাত্র খাদ্যসামগ্রী, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সব দোকান, কাঁচাবাজার, কৃষি সার-বীজ-কীটনাশকের দোকান ও চিকিৎসাপ্রতিষ্ঠান খোলা থাকবে। জরুরি পণ্য পরিবহণও চালু থাকবে। এছাড়াও জেলা-উপজেলা পর্যায়ের খাদ্যদ্রব্যের পাইকার বাজার জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :